শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি, বগুড়ার শেরপুরে মধ্যরাতে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
জানা যায়, শনিবার (১৮ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. নাদির হোসেন জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের সাথে গাজীপুরগামী সুর্য পরিবহনের মুখোমুখী সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন শেরপুর ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা এসে উদ্ধার কাজ করেন।
এসময় ফায়ার সার্ভিসকর্মীরা আহত ৩০ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেছেন। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়, তার পরিচয় জানা যায়নি এখনো। আহতদের মধ্যে আরো ৩ জনের অবস্থা আশংকাজনক।