রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোবারক আলীর (৭০) দাফন শুক্রবার সম্পন্ন হয়েছে। এর আগে তিনি মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীর দিন বৃহস্পতিবার সন্ধ্যায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন। রহনপুর পৌর এলাকার সোবহাননগর কলোনি নিবাসী এ মুক্তিযোদ্ধার নামাজে জানাজা শুক্রবার সকাল ১১ টায় পৌর এলাকার রহমত পাড়া (বাগান) বুলবুলের গোরস্থানে অনুষ্ঠিত হয়। এর আগে গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি ও মোস্তফা কামাল সহ স্থানীয় জনসাধারণ।