মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন নিজেই পৌরসভার সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির হাত থেকে সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে প্রথম হিসাবে পুরষ্কার গ্রহণ করেন।
পৌরসভার পক্ষ থেকে করদাতাদের উদ্বুদ্ধ করতে প্রথমবারের মত এ সম্মাননা পুরষ্কার দেয়া হলো। এতে সর্বোচ্চ করদাতা হিসাবে তিনজন এবং ওয়ার্ড ভিত্তিক নিয়মিত সর্বোচ্চ করদাতা হিসাবে আরো ৯ জনকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
রাত ৯টায় পৌরসভার উদ্যোগে মুজিব বর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, সেরা করদাতা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে সচিব জালাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমান, পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু ও মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন বক্তব্য রাখেন।
পরে ঢাকা ও কলকাতা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।