পবা প্রেসক্লাবের সভাপতি নাজমুল সম্পাদক দুলাল

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সরকার দুলাল মাহবুব নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পবা উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি প্রবীণ সাংবাদিক মো. জিল্লুর রহমান। বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা শেষে নির্বাচনের কাজ শুরু হয়। প্রেসক্লাবের উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সরকার দুলাল মাহবুবকে নির্বাচিত করে কমিটি গঠন করা হয়।
নতুন কমিটি সদস্যরা হলেন সহসভাপতি পদে মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মেসবাউল আলম দিনার, কোষাধ্যক্ষ অসিত কুমার সাহা, দপ্তর সম্পাদক জিয়াউল কবির স্বপন, নির্বাহী সদস্য সোহেল মাহবুব ও মো. মঈন উদ্দিন।


প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১ | সময়: ৬:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ