সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আসিফ (৮) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০ টায় তার গলায় ছুরি চালিয়ে হত্যা করা লাশ দেখতে পায় স্থানীয়রা।
নিহত আসিফ উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ভুলুর ছেলে এবং উপজেলার পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রতিবেশি ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বাড়িতে না আসলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে খবর দেয়া হয়। রাত ১০ টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০শ’ গজ দূরে একটি কচু বাগানে তার লাশ পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।