শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী রাইফেল ক্লাব কনফারেন্স রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পয়েন্ট ১৭৭ এয়ার রাইফেল শুটিং প্রতিযোগীতায় ২০২১ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন রাজশাহী রাইফেল ক্লাবের সভাপতি ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শুটিং ফেডারেশন এর সদস্য মো: ডাবলু সরকার, রাজশাহী রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শুটিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ বাবলু, রাজশাহী রাইফেল ক্লাবের সহ-সভাপতি লিয়াকত আলী, হাসেন আলী। আরো উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাকসুদুল করিম সম্রাট সহ রাইফেলস ক্লাব এর নেতৃবৃন্দ।