রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় অবৈধ হিউম্যান হলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আতাউর রহমান (৩৩) নামের একজন খাদ্য কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত ওই কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট এলাকার বাসিন্দা। তিনি রাজশাহীর বাঘা উপজেলার খাদ্যগুদামের উপকর্মকর্তা হিসাবে দ্বায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের শিবপুরহাট ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শামসুল আলম বলেন, সকালে মোটরসাইকেলযোগে ওই আরোহী পুঠিয়া সদরের দিকে যাচ্ছিলেনন। আর বিপরিতগামি পুঠিয়া থেকে বানেশ্বরের দিকে একটি হিউম্যান হলার আসছিল। এ সময় হিউম্যান হলার চালক মোটরসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনার পর হিউম্যান হলারটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশকে খবর দেয়া হলে তারা নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যান।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে (শিবপুরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোফাকারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে নিহতের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।