রাকসুর দাবিতে এক কাতারে রাবির সকল ছাত্রসংগঠন 

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি জানায় তারা।
সভায় ছাত্রসংগঠনের নেতারা বলেন, ‘বিগত ৩০ বছর যাবত বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন দেওয়া হয়নি। অথচ রাকসুর নাম ভাঙিয়ে রাকসুর কোষাগারের টাকা ব্যয় করে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত দিনব্যাপী ক্রিড়া উৎসবের আয়োজন করেছে। যেখানে রাকসুর কোষাগারের টাকা ব্যয় করতে হলে রাকসুর নির্বাহী কমিটির সভার মাধ্যমে তার অনুমোদন নিতে হয়। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রাকসুর কোষাগারের টাকা ব্যয় করার কোনো এখতিয়ার নেই৷ এটা অবৈধ এবং অনৈতিক।
নেতারা আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু না থাকায় শিক্ষার্থীদের মতামতের কোনো প্রাধান্য দেওয়া হচ্ছে না। এখানে গণতান্ত্রিক মতামত এবং সংস্কৃতি চর্চার কোনো জায়গা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকদিন যাবত রাকসু নির্বাচনের নামে আমাদের মাঝে ‘মূলো ঝুলিয়ে’ আসছেন। আমরা আর দেরি করতে চাই না। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা অতিসত্বর রাকসু নির্বাচন চাই।
সভায় রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় বক্তব্য দেন রাকসুর সাবেক ভিপি রাগিব হাসান মুন্না, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাবি শাখার সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোস্তফা ও রাবি শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক রিদম শাহরিয়ার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি শাকিলা খাতুন, বিপ্লবী ছাত্রমৈত্রী রাবি শাখার আহ্বায়ক রনজু হাসান।
সানশাইন/ ১৭ ডিসেম্বর/ এলএইচ

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১ | সময়: ৮:১৫ অপরাহ্ণ | সুমন শেখ

আরও খবর