সর্বশেষ সংবাদ :

পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস উপলক্ষে অবসরপপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে রাজশাহী জেলা পুলিশ। বুধবার বেলা ১১টায় পুলিশ লাইন্সে রাজশাহী জেলা পুলিশ এ সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস) টিএম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম।

সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম ( বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: শাহাদুল হক মাস্টার। এ সময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

 

 

 

সানশাইন/১৫ ডিসেম্বর/রনি


প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১ | সময়: ৮:৪৮ অপরাহ্ণ | সুমন শেখ