জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ফলাফল ঘোষণা

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন (২০২১-২০২৩) এর ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ মুসাব্বিরুল ইসলাম এই নির্বাচনে ফলাফল ঘোষণা করেন।
এ সময় নির্বাচন পর্যবেক্ষক ও রাসিকের সচিব মোঃ মশিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক, নির্বাচন কমিশনার মোঃ মাহাতাব হোসেন চৌধুরী ও মোঃ আবুল কালাম, সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা, রাজশাহীর বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মোঃ আল মুতাজিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, গ্রাম ও কল্যাণের সংগঠক মোঃ গোলাম মোস্তাফা উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিতরা হলেন রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফরিদ আলী, সহ-সভাপতি মোঃ হারুনর রশিদ হারান, সহ-সভাপতি মোঃ রায়হান আলী, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নুরু, যুগ্ম-সম্পাদক মোঃ শাহাদুল ইসলাম সাবর, সহ-সম্পাদক মোঃ মফিজুল ইসলাম মফিজ, কোষাধ্যক্ষ মোঃ আকতারুজ্জামান হেলিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার আলী লোলো, দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনার, প্রচার সম্পাদক মোঃ সাইদুল ইসলাম কালু, সড়ক সম্পাদক (১) মোঃ আব্দুর রাজ্জাক, সড়ক সম্পাদক (২) মোঃ আবু সাইদ, কায্যকারী সদস্য মোঃ মোক্তার হোসেন, মোঃ আব্দুল গাফ্ফার, মোঃ কিরণ শেখ ও মোঃ আব্দুল করিম লালু। নির্বাবচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১২টি পদে ১৭ জন কার্যনির্বাহী কমিটির বিপরীতে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতৃবন্দ।


প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১ | সময়: ৬:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ