রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: হাজিয়ান আফরোজা বেগম বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ মো. শফিউর রহমান সেলিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মঙ্গলবার বেলা ২টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রহী আছেন।
মঙ্গলবার বাদ এশা শিরোইল পুলিশ ফাঁড়ি এলাকায় তার প্রথম নামাজে জানাযা হয়। এরপরে দ্বিতীয় জানাযা নগরীর গৌরহাঙ্গা মসজিদে অনুষ্ঠিত হয়। পরে গৌরহাঙ্গা গোরস্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে রাজশাহীর কারিগরি শিক্ষক পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হাজিয়ান আফরোজা বেগম বাণিজ্যিক কলেজের শিক্ষক ও কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীরা শোক জানিয়েছেন। শোকবার্তায় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মরহুম শফিউর রহমান সেলিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।