রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোখলেসুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার বিকেল সাড়ে ৩টার সময় পৌরসভা মিলনায়তনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম তাকে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপিসহ অন্যরা।
এর আগে ফুল দিয়ে নতুন মেয়রকে বরণ করে নেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। পরে নবনির্বাচিত কাউন্সিলরদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলর, নারী কাউন্সিলরসহ গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৪৫ বছর পর আওয়ামী লীগের কোন প্রার্থী এবার মেয়র পদে জয়লাভ করেছেন।