জয়পুরহাট ও কালাই হানাদার মুক্ত দিবস আজ

মতলুব হোসেন, জয়পুরহাট: আজ ১৪ ডিসেম্বর। মুক্তিযুদ্ধের নয় মাসের সশস্ত্র যুদ্ধের এই দিনে ভারতের ভূঁইডোবা সীমান্ত দিয়ে প্রয়াত মুক্তিযোদ্ধা বাঘা বাবলু ও শেখ ছালেকের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা পাঁচবিবি উপজেলা হয়ে জয়পুরহাটে আসে। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে টিকতে না পেরে পাকবাহিনীরা জেলার কালাই উপজেলার হয়ে বগুড়ার দিকে পালিয়ে যায়।
পরে শহরের ডাক বাংলোতে এবং কালাই উপজেলার ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের মাধ্যমে জয়পুরহাট ও কালাইকে হানাদার মুক্ত ঘোষনা করা হয়।
যুদ্ধকালে পাকবাহিনী ১৯৭১ এর ২০ এপ্রিল প্রথম হামলা চালায় পাঁচবিবির গোহাটি ও কালাইয়ের বাখড়া ব্রিজ এলাকায়। ২৪ এপ্রিল সান্তাহার থেকে আবারো ট্রেনযোগে জয়পুরহাটে এসে দুটি দলে বিভক্ত হয়ে একটি দল হানা দেয় গারিয়াকান্ত এলাকায়।
অপর দল হামলা চালায় কড়ই কাদিপুরে। সেখানে ৩৭১ জন নিরীহ হিন্দু নর-নারীকে গুলি করে হত্যার পর মাটিচাপা দেয়। এ ছাড়া জেলার পাগলা দেওয়ানে হাজার হাজার শরনার্থীকে হত্যা করা হয়।


প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১ | সময়: ৫:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ