সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ক্রিকেট লীগে সোমবার বিসিবি সাউথ জোনের আগের দিনের গড়া ২ ওভারে ৩ রান হাতে নিয়ে ব্যাট করতে নেমে ৮২ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে দিন শেষে সংগ্রহ করে ২৮৮ রান।
ফলে তারা ২৮ রানে এগিয়ে থাকে। বিসিবির পক্ষে এনামুল হক ১৫৬ বলে ৮৮ রান, জাকির হাসান ১৭১ বলে ৯১ রান করে অপরাজিত থাকে। এছাড়াও ফরহাদ রেজা ৩৬ বলে ৩৮ রান করে। আর মেহেদী হাসান ৫৭ বলে ২৮ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করে। ইসলামী ব্যাংক ইষ্ট জোনের পক্ষে নাইম হাসান ৯৫ রানে ৩টি, এনামুল হক ৪০ রানে ১টি ও মোহাম্মদ আশরাফুল ৪৯ রানে ২টি উইকেট নেন। আগের দিনের সংগ্রহ ছিল ইসলামী ব্যাংক ইষ্ট জোনের ২৬০ রান।