নগরীতে প্রতিবন্ধী ব্যক্তিদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার: নগরীতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কালেক্টরেট মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
প্রতিবন্ধী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) রাজশাহীর উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক। ক্রীড়া পরিচালনা করেন মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু ও মোহাম্মদ জাফর আহমেদ। ঘোষণার দায়িত্বে ছিলেন মো. সোহেল। অথিতিদের মধ্যে এ উপস্থিত ছিলেন কে এম সায়েদ, পিয়ার বক্স, আনসার আলী, বলয় গৌর, ওবায়দুর রহমান, অনু চৌধুরী, মমিনুল হক, রাসেল, জান্নাতুন নেসা আভা, সাইফুল, আব্দুল মাজেদ, কামারুজ্জামান প্রমুখ।
৩৮ টি ইভেন্টে ৯ টি প্রতিষ্ঠানের ১৪৬ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন এবং বিজয়ী ১১০ প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে বলেন, সমাজের অসহায় প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতা একটি মহৎ উদ্যোগ। সমাজের বিত্তবান এবং সামাজিক সংগঠনকে এগিয়ে আসার জন্য আহব্বান জানান তিনি।


প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১ | সময়: ৫:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ