রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বেতার সঙ্গীত শিল্পী সংস্থা, রাজশাহীর নব নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ সোমবার রাত সাড়ে ৮ টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ডাবলু সরকার উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান।
উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ধর্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য আশরাফ উদ্দিন খান, মজিবুর রহমান, অ্যাড. রাশেদ-উন-নবী আহসান, বাংলাদেশ বেতার সঙ্গীত শিল্পী সংস্থা, রাজশাহীর সভাপতি মনোয়ার ইসলাম বকুল, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মৃধা (বিল্লু) প্রমুখ।