রাজশাহীতে মুক্তির উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে শিশুদের নিয়ে মুক্তির উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তেরখাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থী ফরহাদ আনজুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী হেলেনাবাদ প্রাইমারী স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী রায়হানা সুলতানা ও ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী জেসমিন আহম্মেদ।
রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করা হয়। সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।


প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১ | সময়: ৫:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর