সর্বশেষ সংবাদ :

নিমপাড়া ইউপি নির্বাচন উপলক্ষে যুবলীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার: আসন্ন নিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নিমপাড়া ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নন্দনগাছী ডিগ্রী কলেজ হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
নিমপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দোয়েলের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সেন্টু মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ। বক্তব্য রাখেন নিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও চারঘাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান।
আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রইফ, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, নির্বাহী সদস্য মুক্তার হোসেন, চারঘাট উপজেলা যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন আলী মাস্টার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জুলহাস আলী লিটন। বক্তারা সকলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে একমত পোষণ করেন।


প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১ | সময়: ৫:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ