বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসেরন উদ্যোগে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিপত্বে প্রধান উপদেষ্টা হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা জুড়ে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। কেউ বিশৃংখলা ঘটাতে চাইলে আইন শৃংখলা বাহিনী সহ প্রশাসনকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে হবে। নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে কোন প্রার্থী যেন বিবাদে না জড়িয়ে পড়ে সে বিষয়েও প্রশাসনে দৃষ্টি রাখতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের কোন বিকল্প নেই।
অবাধ, সুষ্ঠু ও সঠিক নির্বাচন হবে বাগমারায়। সহিংসতা রোধে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, সহিংসতা পরিস্থিতি সৃষ্টিকারীকে ছাড় দেয়া হবে না। আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রচার-প্রচারণা চালাতে হবে।
উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা থানার ওসি তদন্ত আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যান সহ আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।