মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলা ও পৌরসভা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান সভাপতি ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান সাধারন সম্পাদক এবং ১,২ নম্বর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হযরত আলী, সাইফুল ইসলাম। এর পরেই তানোর পৌরসভার ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে একরাম আলী মোল্লা,সাধারণ সম্পাদক আব্দুস সালাম,১ নম্বর সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা ২নম্বর ইয়াছিন আলী নির্বাচিত হন । রবিবার সন্ধ্যার পরে পৌর সদর গোল্লাপাড়া বাজারস্হ বরেন্দ্র ভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি সাবেক মেজর জেনারেল শরিফ খান । এর আগে ডাকবাংলো মাঠে কমিটি নিয়ে আলোচনা করেন মেজর জেনারেল শরিফ খান। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক খান, সাবেক আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সাধারন সম্পাদক সাবেক মেয়র মিজানুর রহমান মিজান,সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, সিনিয়র নেতা নুরুল ইসলাম, আলহাজ্ব মোজাম্মেল হক, আফসার প্রামানিক, উপজেলা যুবদলের সভাপতি গোলাম মুর্তজা, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন মুন্সি,উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শরিয়তুল্লা, পৌর সাধারন সম্পাদক মাহবুর মোল্লা, ওবাইদুর মোল্লা, পৌর যবদলের আহ্বায়ক এমদাদ মোল্লা,যুবদল নেতা আবুল কাশেম,ছাত্রদলের সাবেক আহবায়ক মাসুদ করিম, সাত ইউপি ও ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।