সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২১-২২ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য বোরো হাইব্রীড ও উফসি বোরো ধানের ফসলে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে কৃষকদের মাঝে বোরো হাইব্রীড ধানের বীজ, উফসী বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ধানের বীজ ও সার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম।
আলোচনা শেষে উপজেলার ৪ হাজার জন প্রান্তিক কৃষকের মাঝে ২ কেজি করে বোরো হাইব্রীড ধানের বীজ, ১ হাজার ৩’শ জন কৃষকের মাঝে উফসী বোরো ধানের বীজ ও সকল কৃষককে ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে দেয়া হয়।