বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ২৬নং ওয়ার্ডে ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার সকালে রাজশাহী সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের চলমান উন্নয়ন কাজের আওতায় ২৬নং ওয়ার্ডের জামালপুর চকপাড়া ও সমশের মন্ডল মোড় এলাকায় ৬০টি সিমেন্ট কনক্রিট সড়ক ও ৬০টি টার্শিয়ারী নর্দমা নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।
এ সময় ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েল, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরমান আলী, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম, মোঃ ইসতিয়াক আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।