রবিবার, ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান।
এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রশীদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সচিব (ভারপ্রাপ্ত) নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, উপব্যবস্থাপক এটিএম রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জিন্নুরাইন খাঁন, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল হুদা, হিসাবরক্ষন অফিসার রোকনুজ্জামান বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন সিবিএ-৩০৪২ এর সভাপতি ও সেক্রেটারী, সিবিএ রাজ-১৫০০ সভাপতি ও সেক্রেটারীসহ কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।