রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাসে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ পাঁচ যাত্রীকে আটক করেছে। এ সময় ওই মাইক্রোবাস থেকে দেড় লিটার বিদেশী মদ উদ্ধার করা হয়।
বনপাড়া হাইওয়ে থানা সুত্রে জানা যায়, শনিবার বনপাড়া হাইওয়ে পুলিশ মহাসড়কের আগ্রান সুতিরপাড় এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাসে তল্লাশী চালায়। এ সময় মাইক্রোবাস থেকে দেড় লিটার মদ উদ্ধার করে।
একই সঙ্গে ডোপ টেস্ট করে মাদকসেবনের প্রমাণ পাওয়ায় ঢাকার শিল্পাঞ্চল থানা এলাকার ইকবাল কাজী, তেজগাঁওয়ের শাহ আলম, নোয়াখালী সদরের বাবলু শেখ, বরগুনা জেলার বেতাগীর ইউসুফ আলী ও পটুয়াখালী সদরের আব্দুর রশিদ শিকদারকে আটক করে।
এ সময় মাদকদ্রব্য বহনের অভিযোগে পুলিশ মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কেরামত আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।