মান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পাকুড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম শাকিল হোসেন (২০)। সে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে ও মান্দা মমিন শাহানা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
মান্দা খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে গেলে বখাটে শাকিলসহ তার দুই বন্ধু ওই স্কুলছাত্রীকে অপহরণ করে গ্রামের মাঠের ভেতর নিয়ে যায়। সেখানে দুই বন্ধুর সহায়তায় শাকিল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।


প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১ | সময়: ৪:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ