রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস রিপোর্টার: জেলা প্রশাসক আন্ত:উপজেলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গোদাগাড়ী উপজেলা। শনিবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গোদাগাড়ী উপজেলা ২-১ গোলে মোহনপুর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে শান্ত ও রাহুপ ১ টি করে গোল করেন। ম্যাচের শেষ মূহুর্তে মোহনপুরের শান্ত পেনাল্টি থেকে ১টি গোল পরিশোধ করেন। প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা হন গোদাগাড়ীর রাহুপ এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন ছোটন। সেরা ভেন্যুর পুরস্কার পায় বাঘা উপজেলা ক্রীড়া সংস্থা। ফাইনাল শেষে জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুর জলিল এর সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: জিয়াউল হক, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রূনা লায়লা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তাহমিনা রহমান শিশির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী ও সকল উপজেলার সাধারণ সম্পাদকগণ।