বড়াইগ্রামে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উদ্বোধন

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বড়াইগ্রাম হাসপাতালে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশাদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ডলি রাণী, মেডিকেল অফিসার ডা. নাজনীন আক্তার রীপা ও ডা. জাহিদুল ইসলাম এবং মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) রাজিব সরকার উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশাদুজ্জামান জানান, উপজেলায় এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী সাড়ে তিন হাজার শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার দুইশ’ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা হাসপাতালসহ মোট ১৬৯টি কেন্দ্রে ৩৩৮ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। সবগুলো কেন্দ্রে একযোগে এই ক্যাপসুল খাওয়ানো হবে বলে তিনি জানান।


প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১ | সময়: ৪:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ