সর্বশেষ সংবাদ :

নওগাঁয় সুবিধা বঞ্চিত পরিবারের ৬৫ শিশুর জন্য শীতবস্ত্র

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সরকারি শিশু পরিবারের (বালিকা) নিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের সরকারি শিশু পরিবার (বালিকা) নিবাসী প্রাঙ্গনে এই শীতবস্ত্র বিতরন করা হয়। জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ন কবীর।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম, জেলা সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা কামরুল আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, নিবাসের উপ-ত্বত্তাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) সাইদুর রহমান।
জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় শিশু নিবাসের ৬৫জন সুবিধা বঞ্চিত এতিম শিশু ও ২জন বৃদ্ধার মাঝে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের ওভার কোট বিতরণ করা হয়। এসময় নিজেদের পছন্দমাফিক শীতবস্ত্র পেয়ে খুশিতে মেতে ওঠে এতিম শিশু ও বৃদ্ধরা।


প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১ | সময়: ৪:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ