সর্বশেষ সংবাদ :

পোরশায় পরিবার পরিকল্পনা বিভাগের অ্যাডভোকেসি সভা

পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে শনিবার আ্যডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ হতে ২৩ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১ | সময়: ৪:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ