রাসিক মেয়র লিটনকে শুভেচ্ছা অব্যাহত

স্টাফ রিপোর্টার : জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবারের জনসাধারণের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন সিটি মেয়র।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, শিক্ষা, রাজশাহীর আঞ্চলিক পরিচালক, রাঙাপরি ডেভেলপার এন্ড প্রপার্টিজ এর চেয়ারম্যান মাসুম সরকার, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, বিএনডব্লিউএলএ, নানকিং কর্তৃপক্ষ সহ সর্বস্তরের জনসাধারণ। আরো শুভেচ্ছা জানান রাজশাহী জেলা অটো মোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির নেতৃবৃন্দ। এ সময় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাজশাহী জেলা অটো মোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির সভাপতি-১ আলহাজ¦ মোঃ আজিজুল ইসলাম, সভাপতি-২ মোঃ রেজু, সহ-সভাপতি শফিকুল জামান চাঁদ, সাধারণ সম্পাদক সোবহান আলী, সহ-সাধারণ সম্পাদক মনসুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ রানা, কোষাধ্যক্ষ-২ মোঃ আবুল কালাম আজাদ হিরা, দপ্তর সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক মোঃ সজীব, সহ-প্রচার সম্পাদক মোঃ মিল্টন, সদস্য রাশেদুল ইসলাম।
এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি নফিকুল ইসলাম সেল্টু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম কাকর, সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবু, সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের হাসান রুবন, সাবেক সভাপতি নাইমুল হুদা রানা, সাবেক সাধারণ সম্পাদক মির্জা শাহিন শাহ আলী শোভা, সাবেক সভাপতি আব্দুল মমিন, সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব।


প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১ | সময়: ৪:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ