সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বরেন্দ্র কলেজ হলরুমে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) রাজশাহী জেলা ও মহানগর শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল রাজশাহীর পরিচালক ও ড. কামাল হোসেন ও সহকারি পরিচালক ড. আলী রেজা আজাদের দুর্নীতি অনিয়ম ও শিক্ষক-কর্মচারিদের সাথে দুর্ব্যবহার এর অভিযোগ অপসারণের দাবিতে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
আরো বক্তব্য রাখেন বাকশিস রাজশাহী জেলা সাধারণ সম্পাদক রাজকুমার সরকার, রাজশাহী মহানগর বাকশিস সভাপতি নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রনজিৎ কুমার সাহা, কারিগরি শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, বাকশিস রাজশাহী জেলা সহসভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মধু।
এ সময় উপস্থিত ছিলেন বাকশিস রাজশাহী জেলা সহসাধারণ সম্পাদক অধ্যক্ষ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সামিউল ইসলাম, বাকশিস পবা উপজেলা সভাপতি অধ্যক্ষ কাউসার আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, বাকশিস চারঘাট উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ নাদের আলী, বাকশিস রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ প্রনব কুমার দে, সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যক্ষ আব্বাস আলীসহ বাকশিস রাজশাহী জেলা, মহানগর নেতৃবৃন্দ ও বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।