পোরশায় ৪০৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পোরশা প্রতিনিধি: আগামী ৫ জানুয়ারী ৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পোরশায় চেয়ারম্যান পদে ৩৩, সাধারণ সদস্য পদে ২৮৮ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৪ জন তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতিকে ৬, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় হাতপাখা প্রতিকে ৬ এবং সতন্ত্র প্রার্থী হিসাবে ২১ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
অপরদিকে সাধারণ সদস্য পদে ছয় ইউনিয়নের ৫৪ ওয়ার্ডের জন্য ২৮৮ ও সংরক্ষিত মহিলা সদস্যের ১৮ পদের জন্য ৮৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। রিটার্নিং অফিসার কতৃক আগামী ১২ ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।


প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১ | সময়: ৪:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর