সর্বশেষ সংবাদ :

আওয়ামীলীগের পরীক্ষিত নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে- মজিবুর রহমান মজনু

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি, বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় শালফা টেকনিক্যাল কলেজের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এ্যাডঃ গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, আলহাজ্ব শাহ জামাল সিরাজী, মোঃ সুলতান মাহমুদ, বদরুল ইসলাম পোদ্দার ববি, নজরুল ইসলাম ফকির, মীর আবু তাহের, মোজাম্মেল হক রানা,শাহ আলম ফকির, মোহাম্মদ আলী, আকতার হোসেন, সোনার উদ্দিন প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন আগামী সন্মেলনে দলকে ঢেলে সাজাতে হবে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে। যারা দলের সাথে বেইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে তাদের কোন পদ পদবী দেয়া হবে না।


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১ | সময়: ১১:০২ অপরাহ্ণ | সুমন শেখ