মেয়র লিটনকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শুভেচ্ছা প্রদান অব্যাহত

স্টাফ রিপোর্টার : জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে থেকে বিকাল পর্যন্ত নগর ভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন মেয়র।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বাচিপ ও বিএমএ রাজশাহীর নেতৃবৃন্দ। এ সময় স্বাচিপ কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, বিএমএ রাজশাহীর ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোস্তাফা আতাউর রহমান বাবু, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নওশাদ আলী, স্বাচিপ রাজশাহী জেলার সভাপতি ডাঃ চিন্ময় কান্তি দাস, সাধারণ সম্পাদক ডাঃ নাসিম আক্তার এরিনা, স্বাচিপ রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান খান বাদশাহ্, চাঁপাই নবাবগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, মহানগর মুক্তিযোদ্ধা ফেডারেশনের সভাপতি এবং বিএমএ রাজশাহী সদস্য ডাঃ মোঃ আব্দুল মান্নান, ডাঃ মোঃ হাফিজুর রহমান, ডাঃ তাহসীনা শামীম তাসু, ডাঃ মোঃ আশিফ ইকবাল, ডাঃ মোঃ গোলাম মোস্তফা, ডাঃ মোঃ রাজিউল হক রাফি, ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ মোঃ রকিব সাদি, ডাঃ সৌরভ, ডাঃ অংকুর, ডাঃ সুমন, ডাঃ তন্ময় এবং মিথুন, ডাঃ অর্ঘ্য।
রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান স্বাচিপ চাঁপাইনবাবগজ্ঞ শাখার সভাপতি ডাঃ গোলাম রাব্বানী ও বিএমএ সভাপতি ডাঃ দুরুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আরো ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অভিনন্দন জানান কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, সিরাক বাংলাদেশ, শহীদ নাজমুল হক স্কুল, ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ফোরাম যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের কোষাধ্যক্ষ মোহা: হাসানুজ্জামান আরিফ, রাজশাহী ফল ব্যাবসায়ী নিয়ন্ত্রণ সংস্থার সভাপতি ইলিয়াছ ব্যাপারী, সাধারণ সম্পাদক শাহীন হোসেন কালু, প্রধান উপদেষ্টা গোলাম কিবরীয়া নান্নু। জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন রাজশাহী এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় সভাপতি আরিফ হোসেন, সেক্রেটারী সমিরন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল হক, ব্যবস্থাপক আনন্দ কুমার প্রাঃ, ব্যবস্থাপক আব্দুল জলিল। শুভেচ্ছা জানিয়েছেন জনতা ব্যাংক লিমিটেড রাজশাহী জিএম রাজশাহী বিভাগ তাপস কুমার মজুমদার, ডিজিএম এরিয়া অফিস রাজশাহী মোঃ জাহাংগী হোসেন। আরো শুভেচ্ছা জানান সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাঃ গোলাম মোস্তফা বিশ^াস, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল আজিজ, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক মোঃ হারুন বিশ^াস, গোমস্তাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম, নাচোল উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম রেজা, রাজশাহী মহিলা পলিটেকনিকেলের অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, শিক্ষক-ছাত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১ | সময়: ৫:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ