সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
ভোলাহাট প্রতিনিধি: ভোলাহাট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলাহাট ইউনিয়ন পরিষদে নৌকার বিদ্রোহী প্রার্থী পিয়ার জাহানকে আওয়ামীলীগের প্রাথমিক সদস্য পদসহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ হতে বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোলাহাট উপজেলা শাখা আওয়ামী লীগের দপ্তার সম্পাদক আনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় আওয়ামী লীগ ভোলাহাট উপজেলা শাখার কার্য নির্বাহী কমিটির সর্বসম্মত জরুরী সিদ্ধান্ত মোতাবেক আওয়ামী লীগের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্যে ঘোষণাপত্র ও গঠনতন্ত্র এবং সংগঠনের স্বার্থের পরিপন্থি কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য বহিষ্কার করা হয়েছে।
আসন্ন ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করায় বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র ৪৭ ধারার ১১ অনুচ্ছেদ অনুযায়ী ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ হতে পিয়ার জাহানকে বহিস্কার করা হয়। কোন নেতাকর্মী পিয়ার জাহানকে ভোলাহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহযোগীতা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।