সোমবার, ২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের দোগাছি গ্রামে দরজা ভেঙ্গে আবু জাফর নামে এক প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। মালয়েশিয়া প্রবাসী আবু জাফর দোগাছি গ্রামের রেজাউল করিমের ছেলে।
জানা যায়, বুধবার আবু জাফর মালয়েশিয়া থেকে ৪৫ হাজার টাকা পাঠান। সেদিনই আবু জাফরের পিতা রেজাউল করিম সে টাকা তুলে বাড়িতে এনে রাখেন। রাতে ৭-৮ জন ব্যাক্তি প্রাচীর টপকে বাড়ির ভেতরে ঢোকে। পরে তারা একটি দরজা ভেঙ্গে ঘরে ঢুকে আবু জাফরের ছোট ভাই রায়হানকে অস্ত্রের মুখে জিম্মি করে।
এরপর তাকে দিয়ে ডেকে রেজাউল করিমসহ অন্যদেরকে একটি ঘরে আটকে রেখে বাড়িতে থাকা নগদ পাঁচ হাজারসহ মোট ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন লুটে নেয়। পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলেও তার আগেই ডাকাতেরা পালিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দোষী ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।