সর্বশেষ সংবাদ :

পত্নীতলায় আ’লীগের দুই প্রার্থী পরিবর্তন

পত্নীতলা প্রতিনিধি: আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপে পত্নীতলা উপজেলার এগারোটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছিল কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
গত ৩ ডিসেম্বর দিবাগত রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্তে উপজেলার এগারোটি ইউনিয়নে মধ্যে পত্নীতলা ইউনিয়নে নৌকা প্রতীক মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন চৌধুরী ও মাটিন্দর ইউনিয়নে জাহাঙ্গির হোসেন রুবেলকে ঘোষণা করা হলেও গত ৭ ডিসেম্বর মনোনয়ন দাখিলের আগ মুহূর্তে তা পরিবর্তন করে আওয়ামলীগীরে নৌকা প্রতীক মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা পত্নীতলা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দীন ও মাটিন্দর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ।
মনোনয়ন পত্র দাখিলের শেষদিনে এই দুই পরিবর্তীত প্রার্থীরা সহ অন্যান্য চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্তরা- নজিপুর ইউনিয়নে সাদেক উদ্দীন, পাটিচরা ইউনিয়নে রায়হানুল আলম, আমাইড় ইউনিয়নে ইসমাইল হোসেন, ঘোষনগর ইউনিয়নে আবু বক্কর, নির্মইল ইউনিয়নের আবুল কালাম আজাদ, শিহাড়া ইউনিয়নে মোস্তাফিজুর রহমান মোস্তাক, দিবর ইউনিয়নে আব্দুল হামিদ, কৃষ্ণপুর ইউনিয়নে শ্যামল চন্দ্র মহন্ত ও আকবরপুর ইউনিয়নে ওবাইদুল হক চৌধুরী তাদের মনোনয়ন দাখিল করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময় শেষ দিন ছিল ৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর এবং আগামী ৫ জানুয়ারী ২০২২ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারে উপজেলার ১১ ইউনিয়ন নির্বাচনে ১০০টি ভোট কেন্দ্রে মোট ১ লক্ষ ৭৪ হাজার ১৬৯ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবে তবে উপজেলার সদর নজিপুর ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে এবং অন্যান্য ১০ ইউনিয়নে পূর্বের ন্যায় ব্যালট পেপার দিয়ে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১ | সময়: ৫:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ