সর্বশেষ সংবাদ :

মান্দায় জয়িতা অন্বেষণে উঠে এলেন পাঁচ নারী

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের যৌথ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শরীফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলার জয়িতা পাঁচ নারী হাসি বেগম, হোসনে আরা, মাহমুদা, অনিমা রানী ও রাশেদা খাতুনকে সংবর্ধনাসহ সম্মাননা প্রদান করা হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১ | সময়: ৫:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ