সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ ইং, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসককে ৩৫০ কম্বল দিয়েছে আশা। বৃহস্পতিবার আশা রাজশাহী জেলার উদ্যোগে শীতার্তদের মাঝে এ কম্বল দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসকের পক্ষে কম্বল গ্রহণ করেন সহকারী কমিশনার এনডিসি ও এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেড আব্দুল্লাহ আল রিফাত।
উপস্থিত ছিলেন, রাজশাহী ডিভিশন ম্যানেজার শ্যামল কুমার ধর, সিনিয়র এডিশনাল ডিভিশন ম্যানেজার আশরাফ ফারুক, রাজশাহী সদর ডিস্টিক ম্যানেজার আব্দুর রাজ্জাক, রিজিওনাল ম্যানেজার মাসুদ দাদ খান, এমএসএমই রাজশাহী সদর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার আব্দুর রাজ্জাক, রিজিওনাল ম্যানেজার মাসুদ দাদ খানসহ ব্যাংকের রাজশাহী শাখার কর্মরতরা। এ সময় জেলা প্রশাসক এমন সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন ও কার্যক্রম ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য পরামর্শ দেন।