সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: নওহাটা পৌরসভার উদ্যোগে ১৪জন গরীব, দুস্থ ও অসহায় রোগীদের সু-চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পৌরসভা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।
এসময় ২জন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার হস্তান্তর করা হয়। নওহাটা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাগধানী এলাকার প্রতিবন্ধীর শিশু কেয়া খাতুন হুইল চেয়ার পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। নওহাটার রোকসনা দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি চিকিৎসার জন্য ৫ হাজার টাকা পেয়েছেন। তাই নওহাটা পৌরসভার মেয়রের দীর্ঘায়ু কামনা করেছেন।
আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার কাউন্সিলর মো. দিদার হোসেন ভুলু, কাউন্সিলর নাজিম উদ্দিন, কাউন্সিলর মোখলেসুর রহমান, কাউন্সিলর বাক্কার, কাউন্সিলর আবু সুফিয়ান, কাউন্সিলর হাবিবুর রহমানকাউন্সিলর আফতাব উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাশেদা বেগম ও রেশভানু বেগম, নওহাটা পৌরসভার সচিব মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী সাজাহান আলী, সহকারী প্রকৌশলী আব্দুর রউফসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।