সর্বশেষ সংবাদ :

নিউজিল্যান্ডের উদ্দেশে টাইগাররা ঢাকা ছেড়েছে

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ল। বুধবার দিবাগত রাত একটায় এমিরেটসের একটি ফ্লাইটে রওয়ানা হয় মুমিনুল বাহিনী। বুধবার বিকেলে মিরপুরে লজ্জার হার। কিন্তু মুহূর্তগুলো ভুলতে না ভুলতেই আবারো নতুন চ্যালেঞ্জের সামনে টাইগার বাহিনী। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ভরাডুবির পর, এবার নিউজিল্যান্ড মিশন বাংলাদেশের টেস্ট দলের সামনে।
রাত ১০টা পেরুতেই একে একে বিমানবন্দরে এসে পৌঁছাতে থাকেন ক্রিকেটাররা। অনুশীলনের মতোই এখানেও সবার আগে আগমন মুশফিকুর রহিমের। এরপর বাবাকে নিয়ে আসেন তাসকিন আহমেদ। কিটস ব্যাগগুলো নামাতে নামাতেই এয়ারপোর্টে এসে হাজির হয় বিসিবির বাস। একে একে নেমে আসেন ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। ২০২২ এর প্রথম দিন মাউন্ট মঙ্গানুই এ প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১ | সময়: ৫:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ