বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস-২০২১ উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার “আপনার অধিকার আপনার দায়িত্ব দূর্নীতিকে না বলুন” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়।
পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবসে এসব অনুষ্ঠানে প্রধান ছিলেন উপজেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা’র সভাপতিত্বে ও পবা প্রেস ক্লাবের সভাপতি কাজী নাজমুল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক আশরাফ আলী দেওয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শেখ এহসান উদ্দিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা। অনুষ্ঠানে আরো উপস্থিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।