বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০২৩ ইং, ২০শে আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার: রাজশাহী পবার দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ‘‘নারী নির্যাতন বন্ধ করি কমলা রংয়ের বিশ^ গড়ি” এই মূলসূরের উপর ভিত্তি করে আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পবা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উদ্যোগে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এলাকার গণ-মানুষকে নারী নির্যাতন বন্ধে সোচ্চার হওয়ার জন্য শিশু ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটি, ইউপি মেম্বারগণ এবং ধর্মীয় নেতৃগণ উপস্থিত থেকে এই আলোচনা সভা ও র্যালি পরিচালনা করে। বর্নাঢ্য এই র্যালিটি ইউনিয়ন পরিষদ আশ-পাশের গ্রামগুলিতে প্রদক্ষিণ করে ও প্রায় তিন হাজার অধিক মানুষকে সচেতনতা লিফলেট প্রদান করা হয়।