সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহীর মুন্ডুমালা পৌরসভায় ৫ ও ৬ নং ওয়ার্ডে সমম্বয় কমিটির ত্রৈমাসিক সভা পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাদিপুর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের সামনে এ সভার হয়।
ত্রৈমাসিক সভায় পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার সিনিয়র প্রকৌশলী যগেস্বর চৈঠাজি, সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, প্যানেল মেয়র আতাউর রহমান, সংরক্ষিত নারী কাউন্সিলর রাফিয়া বেগম, বাজার বানক সমিতি পশ্চিম সভাপতি হাবিবুর রহমান সহ ওয়ার্ড কমিটির সদস্যরা।
অপর দিকে একই দিনে দুপুরে তালুকপাড়া মোড়ে ৬ নং ওয়ার্ড সমম্বয় কমিটির ত্রৈমাসিক সভায় ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সেখানেও পৌর মেয়র সাইদুর রহমান ছাড়াও প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু, পসহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।