রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
গোদাগাড়ী প্রতিনিধি: বাংলাদেশের সকল শিশুর জন্য আশা আনন্দ ও নায্যতার স্বণার্লী ৫০ বছরে এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ৫০ বছর পূর্তি উদযাপন হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির আয়োজনে উপজেলার পরিষদ হলরুমে সামনে বেলুন উড়িয়ে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোদাগাড়ী- তানোর সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। পরে উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড বাংলাদেশ গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাবলু খানের সভাপতিত্বে ৫০ বছর পূর্তিতে আলোচনা সভায় বিশেষ অতিথি অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম,গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজউদ্দীন বিশ্বাস,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী মডেল অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন।
বক্তারা বলেন ১৯৫০ সালে ড. বব পিয়ার্সের আদর্শকে সামনে রেখে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের সরকারের সাথে উন্নয়ন সহযোগী হিসাবে কাজ একযোগে কাজ করছে।