বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বং।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার শহরের উদয়ন মোড়স্থ সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ থেকে ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয় এবং সমিতির বৈধ ১৯ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রদান করেন।
সভাপতি পদে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি (চেয়ার) প্রতীকে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আলি ৬ ভোট পান।
সদস্য পদে সুলতানুল ইসলাম (হরিন) প্রতীকে ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুঞ্জুরুল ইসলাম (চশমা) প্রতীকে ২ ভোট পান। এছাড়া সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান, সহসভাপতি পদে রিয়াজ উদ্দিন ও ২ নং সদস্য পদে রাজু আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্যদিকে ৩ নং ব্লকে সদস্য পদে কোন প্রার্থী অংশ না নেওয়ায় ওই পদে ভোট হয়নি।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা সমবায় পরিদর্শক জুয়েল উদ্দিন।