বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সোমবার রাতে কাটাখালী থানার মীরকামারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছয়জন হলেন- জাহিদুল ইসলাম সুমন (৩৮), বাবর আলী (৪৫), হারেজ আলী (৪০), আব্দুল হালিম (৬০), রেজাউল করিম (৩৬) ও মো. মুক্তার (৪০)।
আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার তাস উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।