মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বেশি দামে সার বিক্রির অভিযোগে জরিমানা আরোপ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়া হাটে মেসার্স কামাল ট্রেডার্সকে বেশি দামে সার বিত্রির অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম এ আদালতের নেতৃত্ব দেন।
বিষয়টি নিশ্চিত করে আব্দুস নালাম জানান, সরকারের দেয়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং বিক্রয়কেন্দ্রে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ভোক্তা অধিকার অধিদপ্তর এ জরিমানা আরোপ ও আদায় করে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
বেশি দামে সার