শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
পোরশা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর পোরশা উপজেলার ছয় ইউনিয়নের চেয়ারম্যান পদে পাঁচটিতে আওয়ামী লীগের নতুন মুখ মনোনয়ন পেয়েছেন। শুধুমাত্র ৫নং ঘাটনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বজলুর রহমান পুরাতনদের মধ্যে মনোনয়ন পেয়েছেন। অপরদিকে ১নং নিতপুর ইউনিয়নে নৌকার নতুন মূখ হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক, ২নং তেঁতুলিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, ৩নং ছাওড় ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর রহমান, ৪নং গাঙ্গুরিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান ও ৬নং মশিদপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ মনোনয়ন পেয়েছেন।
ইতোমধ্যে চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন তোলাসহ নিজ নির্বাচনী এলাকায় প্রচার প্রচারনা শুরু করেছেন।