সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আলমগীর সরকার।
আগামী ০৫ ই জানুয়ারী নির্বাচনকে সামনে রেখে বাগমারা উপজেলার ১৩ নং গোয়াল কান্দি ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল চারটার দিকে রামরামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় গোয়ালকান্দি ইউপি নির্বাচনের আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর সরকারের সভাপতিত্বে ও সাবেক আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল আল কাফির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আনিসুর রহমান শেখ, আব্দুর রাজ্জাক, লতিফ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর সরকার , প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান, যুবলীগ সভাপতি সোহেল রানা,আ.লীগ নেতা আকতার মোল্লা,ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মিঠুন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আলমগীর সরকার টানা দুইবার এই ইউপিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার ছোঁয়ায় এলাকার ব্যপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আবারও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমরা দেখতে চাই।